হোম > সারা দেশ > নাটোর

বাবা-মায়ের সঙ্গে নৌভ্রমণে গিয়ে পানিতে ছিটকে পড়ে ২ শিশুর মৃত্যু

লালপুর ও নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাবা-মায়ের সঙ্গে নৌকাভ্রমণে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিশু দুজন হলো সাদমান আব্দুল্লাহ (১১) ও আব্দুর রহমান (৯)। তারা উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে। আজ শনিবার সকালে জানাজা শেষে উপজেলার আড়বাব কেন্দ্রীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই শিশুর বাবা আরিফ হোসেন বলেন, শুক্রবার তাঁর মা, স্ত্রী ও তাঁর দুই ছেলে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহকে নিয়ে নলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়ি বেড়াতে যান। বিকেলে সবাই মিলে হালতি বিলে নৌকা ভাড়া নিয়ে ভ্রমণে বের হন। এ সময় তারের খুঁটিতে ধাক্কা লেগে নৌকাডুবিতে তাঁরা সবাই বেঁচে গেলেও পানিতে ডুবে দুই সন্তান মারা যায়।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে। পরে তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা