হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনশন চলাকালে শিক্ষার্থীর বিষপান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেছেন তাঁরা। আজ রোববার দুপুরে অনশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। তাঁর নাম শামীম আহমেদ। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

অনশনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সংগীত বিভাগের প্রভাষক মো. রওশন আলমসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার সময় পকেট থেকে বিষের কৌটা বের করে আত্মহত্যার চেষ্টা করেন শামীম। এ সময় রেজিস্ট্রার মো. সোহরাব আলী একাডেমিক ভবনের সামনে বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। অনশনে উপস্থিত শিক্ষার্থীরা শামীমকে বিষপান থেকে বাধা দেন। কিন্তু শেষমেশ শামীম বিষপান করেন। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে প্রাইভেট ক্লিনিক পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন শঙ্কামুক্ত।

রবীন্দ্র অধ্যয়নের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, ‘আমরা এখানে তদন্ত কমিটির পক্ষ থেকে আসিনি, আমরা সাধারণ শিক্ষক হিসেবে দেখা করতে এবং খোঁজখবর নেওয়ার জন্য এসেছি।’

উল্লেখ্য, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা শামীম গতকাল শনিবার রাতে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, রোববার দুপুর ১২টার মধ্যে ঘটনার সুরাহা না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। 

 

 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড