হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির আন্দোলন সমর্থন করছে সাধারণ মানুষ: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি যে আন্দোলন শুরু করেছে, তা দেশের সাধারণ মানুষ সমর্থন করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং দলের ১০ দফা দাবি আদায়ে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘এই সরকারের প্রতি মানুষের বিন্দুমাত্র সমর্থন নেই। মানুষ এখন বিএনপিকে সমর্থন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং ভোটের অধিকার ফিরে পেতে দেশের মানুষ আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে পালানোর পথ খুঁজে পাবে না সরকার। তাই ভালো চাইলে এখনই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা প্রমুখ। 

এর আগে আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’