হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র–গুলিসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম মো. রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১)। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরি নাড়িচা গ্রামের বাসিন্দা। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে। 

এ অবস্থায় একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাহার বুলনপুর এলাকায় র‍্যাবের একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশির সময় সোহাগ নামের একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, সোহাগ পাবনার একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল