চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১)। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরি নাড়িচা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে।
র্যাব জানায়, সোহাগ পাবনার একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের দায়ের করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।