রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহীর এক নারী ও এক পুরুষ মারা যান। শারীরিক নানা জটিলতায় তাঁরা করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন দুজন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ১৬ জন। গতকাল মঙ্গলবার রাজশাহীর ১৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে মাত্র একজনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১ শতাংশ।