হোম > সারা দেশ > রাজশাহী

আলমডাঙ্গায় আগুনে পুড়ল ৩০০ বিঘা জমির ফসল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার ফসল। আজ বৃহস্পতিবার উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেত থেকে আগুনের সূত্রপাত। তারপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এতে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ পুড়ে যায়। 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুয়াডাঙ্গার দুটি ইউনিট ও আলমডাঙ্গার দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’ 

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘খাদিমপুর ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি মাঠের একটি পরিত্যক্ত (ফসল সংগ্রহের পর) ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে আগুন ছড়িয়ে পড়লে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ পুড়ে যায়।’

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক হিসাবে জানা গেছে, পুড়ে যাওয়া বরজ রয়েছে অন্তত ৩০০ বিঘার। এ ছাড়া ১০-১২ বিঘার জমির ভুট্টা রয়েছে। এখনো পুরোপুরি ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৪১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ