হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় সিগারেট বাকি না দেওয়া দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোরের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল তালেব দীর্ঘদিন ধরে দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদিখানা দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। দিঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এই দোকানে সিগারেট কিনতে যান। নগদ টাকা চাওয়ায় আবুল তালেবের দোকানের সামনে থাকা ডিমের খাচি ভাঙচুর করে চলে যায়। নাসির উদ্দিন তাঁর লোকজন নিয়ে এসে তাঁকে মারপিট করে কীভাবে বাজারে ব্যবসা করবেন বলে হুমকি দেয়। আবু তালেব দিঘা বলারবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থেকে ব্যবসা করেন। 

আবু তালেব বলেন, ‘এর আগেও তাঁর লোক সিগারেট বাকি নিয়ে টাকা দেয়নি। টাকা চাইলে খারাপ আচরণ করে। আবারও সিগারেট বাকি নিতে আসলে না দেওয়ায় আমাকে লাঞ্ছিত করে দোকানের সামনে থাকা ডিম ভাঙচুর করেছে।’ 

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘বাজারে কোনো দোকানে বাকি নেই। সিগারেট না দিতেই টাকা চাওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আবদুল আজিজ ও বাজার কমিটির সভাপতি ফজলুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে বাজার কমিটি বসে ব্যবস্থা নেব।’ 

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার