হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে হাত-পা বাঁধা অবস্থায় মুচির মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী ঘাটসংলগ্ন এলাকার একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় আজ সোমবার সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে লেগে ছিল। আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নরেশ রবিদাস রুকিন্দীপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারতলী ঘাট এলাকায় আজ সকালে স্থানীয়রা একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ও পা মাটিতে লেগে ছিল। 

রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানি না। 

নিহতের ছেলে সুজন কুমার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা গতকাল রোববার রাত ৮টার দিকে বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে যান। আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর বাবার মরদেহ আমগাছে ঝুলছে। তাঁর ধারণা, তাঁর বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ