সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে মোছা সালমা খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলঅ সাড়ে ১১টায় নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ উপজেলার বড়ধুল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
স্থানীয়রা জানান, সালমা নিজ ঘরে ওড়না পেঁচিয়ে ধরনার সঙ্গে ঝুলে ছিলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্বামীর পরকীয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) জুলহাস উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে আমরা রয়েছি, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।'