হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন—উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মো. আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মো. রাজিব হোসেন (২৭) ও মো. ইউনুছ আলী (৪৫)। তাঁদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

ওসি বলেন, ‘উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের সদয়, বেতকান্দি, বন্যাকান্দিসহ বিভিন্ন ফসলের মাঠ থেকে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল চক্রটি। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। কৃষকেরা মামলা করলে আমরা অভিযান চালিয়ে চোর চক্রে ৫ জনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়।’ 

ওসি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। দ্রুত এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার