হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন—উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মো. আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মো. রাজিব হোসেন (২৭) ও মো. ইউনুছ আলী (৪৫)। তাঁদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

ওসি বলেন, ‘উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের সদয়, বেতকান্দি, বন্যাকান্দিসহ বিভিন্ন ফসলের মাঠ থেকে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল চক্রটি। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। কৃষকেরা মামলা করলে আমরা অভিযান চালিয়ে চোর চক্রে ৫ জনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়।’ 

ওসি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। দ্রুত এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান