হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঈদের জামা কেনার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জ প্রতিনিধি

মায়ের কাছ থেকে ঈদের নতুন জামা কেনার টাকা চেয়েছিল স্কুলছাত্র শরীফ শেখ (১৫)। মা কিছুদিন পর ঈদের কেনাকাটার কথা বলেছিলেন। এতেই অভিমান করে বসে ছেলেটি। এরপর শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। শরীফ শেখ সাতবাড়িয়া গ্রামের গ্রামের প্রবাসী মাসুদ মোল্লা ও রনজিদা খাতুনের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রের মা রনজিদা খাতুন থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এতথ্য নিশ্চিত করে জানান, গত রোববার ঈদের কেনাকাটা করার জন্য শরীফ তার মায়ের কাছে টাকা চেয়েছিল। তার মা বলেছিলেন, ‘তোমার বাবা দু-এক দিনের মধ্যে মালয়েশিয়া থেকে টাকা পাঠালে ঈদের কেনাকাটা করব।’ এতেই ছেলেটা অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

শরীফ শেখের দাদি রনো বেগম বলেন, শরীফ ঈদের কেনাকাটার টাকা না পেয়ে একদিন আগে থেকেই না খেয়ে ছিল। সোমবার সন্ধ্যায় পাশের বাড়ির দরজার সামনে আমার নাতির স্যান্ডেল দেখতে পায় আরেক নাতি। এরপর ঘরে ঢুকে দেখে শরীফ গলায় ফাঁসি নিয়ে ঝুলে আছে। পরে ফাঁস খুলে দ্রুত এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল