হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মমতাজ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমতাজ প্রামাণিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েরমপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সকালে আসামিরা লাঠি, রড, ফালা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে তারা সরকারের মাথায় কোপ দেয়। তাতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারকে কুপিয়ে জখম করে। তাতে তারা সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মমতাজ প্রামাণিক পলাতক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়