হোম > সারা দেশ > রাজশাহী

‘বিএনপির লোকের নৌকায় ভোট নিশ্চিত করেন, নৌকার ভোটার আনার দরকার নাই’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির লোকজনকে ভোটকেন্দ্রে এনে তাদের ভোটটিই নৌকায় নিশ্চিত করতে হবে। নৌকার ভোটার আনার দরকার নাই। সে তাহলে অন্য কাহিনি করবে—নেতা-কর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন নৌকার প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ।

গতকাল শনিবার রাতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারার পুঠিয়ার ভাড়ারা এলাকায় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা দেন সামাদ। এ সময় তাঁর পাশে বসা ছিলেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের একজন নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা।

বিএনপির ভোট নৌকায় নিশ্চিত করার নির্দেশনা দিয়ে আবদুস সামাদ বলেন, ‘আমরা সবাই কেন্দ্রে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব এবং যে বিএনপির মানুষ আসবে, তাদের নৌকা মার্কার ভোটটা নিশ্চিত করাবেন। যারা আমার নৌকার ভোটার, তাকে আনার দরকার নাই। সে তাহলে অন্য কাহিনি করবে। যার কারণে সেইভাবে আপনারা কাজ করবেন। নৌকার বিজয় সুনিশ্চিত।’

বিএনপির ভোট কীভাবে নৌকায় নিশ্চিত করা হবে—এমন প্রশ্নে আবদুস সামাদ বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা