হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল জব্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত অবস্থায় থাকা খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে দুটি ভ্যান থেকে চাল উদ্ধারের পর জব্দ করা হয়। 

নাগগাঁতী গ্রামের নবী হোসেনসহ অনেকে জানান, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যান দুটির গতিরোধ করেন। পরে ভ্যানচালক চালগুলো রেখে পালিয়ে যায়। তারপর পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিক পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। 

ওসি বলেন, চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলো জব্দতালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড