হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল জব্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত অবস্থায় থাকা খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে দুটি ভ্যান থেকে চাল উদ্ধারের পর জব্দ করা হয়। 

নাগগাঁতী গ্রামের নবী হোসেনসহ অনেকে জানান, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যান দুটির গতিরোধ করেন। পরে ভ্যানচালক চালগুলো রেখে পালিয়ে যায়। তারপর পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিক পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। 

ওসি বলেন, চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলো জব্দতালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর