স্মার্ট বাংলাদেশ গড়ে প্রধানমন্ত্রী দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল, যখন বই পেতে পেতে ছয় মাস অতিবাহিত হয়ে যেত। অনেকে কপি করে পড়াশোনা চালিয়ে যেত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে বিনা মূল্যে বই বিতরণ করে বিশ্বের বুকে এক অনন্য নজির স্থাপন করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছেন। এর জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। বাংলাদেশের উন্নয়ন যে গতিতে এগিয়ে যাচ্ছে তা থেকে পথ হারাবে না।’
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।