হোম > সারা দেশ > রাজশাহী

জীবিতকে মৃত দেখিয়ে সনদ, ইউপি সচিব কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এক ইউপি সচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

অভিযুক্ত হোসেন মো. সোহরাওয়ার্দী উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। 

আদালতের পেশকার আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রহম আলীর ছেলে বাবু মিয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ৪ অক্টোবর বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন এই মর্মে তার দাফন–কাফনের জন্য তার জামিনের জন্য আদালতে আবেদন করেন। কিন্তু মৃত্যুর সনদটি আদালতের কাছে সন্দেহ হওয়ায় সনদটি যাচাই–বাছাই করে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। 

পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আলীর স্ত্রী ডালিয়া খাতুন জীবিত রয়েছেন। মৃত্যুর সনদটি ভুয়া। আদালত তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী ও মাদক মামলার আসামি বাবুর আত্মীয় (সনদ আবেদনকারী) আমজাদ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলার হওয়ার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন