হোম > সারা দেশ > রাজশাহী

জীবিতকে মৃত দেখিয়ে সনদ, ইউপি সচিব কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এক ইউপি সচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

অভিযুক্ত হোসেন মো. সোহরাওয়ার্দী উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। 

আদালতের পেশকার আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রহম আলীর ছেলে বাবু মিয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ৪ অক্টোবর বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন এই মর্মে তার দাফন–কাফনের জন্য তার জামিনের জন্য আদালতে আবেদন করেন। কিন্তু মৃত্যুর সনদটি আদালতের কাছে সন্দেহ হওয়ায় সনদটি যাচাই–বাছাই করে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। 

পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আলীর স্ত্রী ডালিয়া খাতুন জীবিত রয়েছেন। মৃত্যুর সনদটি ভুয়া। আদালত তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী ও মাদক মামলার আসামি বাবুর আত্মীয় (সনদ আবেদনকারী) আমজাদ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলার হওয়ার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার