হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাককে (৪৬) মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারীকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মারধরের শিকার প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন বরাবর লিখিত আবেদন করেন।

তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী ও মো. মাহমুদুর রহমান। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  বিষয়টি তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন নিশ্চিত করেছেন। 

অপর দিকে তদন্ত কমিটির প্রধান উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারী আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটির সব সদস্য তদন্তের কাজ শুরু করবেন।

অভিযোগ রয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক জয়নুল আবেদীনের বিদায় অনুষ্ঠান ছিল। কিন্তু তাঁর মানপত্র আনতে দেরি হওয়ায় তিনি প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গালাগাল করে মারপিট শুরু করেন। পাশাপাশি তিনি সেখানে থাকা তাঁর দুই ছেলে ও তাঁর এক ভাতিজাসহ সাত থেকে আটজনকে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পেটানোর জন্য নির্দেশ দেন। 

আর নির্দেশ পেয়েই তাঁরা লোহার রড, লাঠি নিয়ে প্রধান শিক্ষককের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক পেটাতে থাকেন। একসময় ওই প্রধান শিক্ষক রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে বিদায়ী শিক্ষক অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা