হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২০) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নেপাল বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার গুনারী গ্রামের উদয় বিশ্বাসের ছেলে। 

জানা যায়, নেপাল বিশ্বাস তার বাবার সঙ্গে মাস খানেক আগে বাঘা উপজেলার কিশোরপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে আসেন। পদ্মায় মাছ ধরে আশপাশে বাজারে বিক্রি করেন। ছেলে নেপাল বিশ্বাস বুধবার বিকেলে মাথার চুল ছাঁটানোর জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে যান। 

মাথার চুল ছাঁটানোর পরে আর ফিরে আসেনি নেপাল বিশ্বাস। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নেপাল বিশ্বাসের বাবা বাদী হয়ে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতের বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার সকালের দিকে চুল কাটানোর উদ্দেশ্য বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে আসেনি। তার খোঁজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় বাঘা থানায় জিডি করি। শনিবার সকালে পদ্মায় নেপাল বিশ্বাসের ভাসমান লাশ উদ্ধার করে শনাক্ত করেন। তার কাছে থাকা অ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাননি। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে।  

নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, লাশটি হেফাজতে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর