হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আ. লীগের ২ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যার ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে থানায় এই মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।’ 

গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়লাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এদিকে হত্যাকাণ্ডের পর শিবগঞ্জ থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেপ্তার করেছে। 

গত বৃহস্পতিবার খুন হন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। তাঁদেরকে হাতবোমা ফাটিয়ে, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন