হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আ. লীগের ২ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যার ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে থানায় এই মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।’ 

গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়লাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এদিকে হত্যাকাণ্ডের পর শিবগঞ্জ থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেপ্তার করেছে। 

গত বৃহস্পতিবার খুন হন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। তাঁদেরকে হাতবোমা ফাটিয়ে, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা