হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে একজন নিহত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।  

স্থানীয়রা জানান, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক কারবারি গ্রুপ। এরপর সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহাবাজ আলীকে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তী তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। 

খুনের ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের কার্যক্রম চলমান আছে।’ 

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা