হোম > সারা দেশ > রাজশাহী

হঠাৎ হাজির প্রেমিক, বিয়ের আসর থেকে উঠে গেল বরপক্ষ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

নবম শ্রেণির স্কুলছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করে পরিবার। তাই সকাল থেকে পুরো বাড়িতে চলছে আত্মীয়-স্বজনদের আনন্দ উল্লাস। দুপুর গড়তেই বরযাত্রী এসে হাজির কনের বাড়িতে। আর এই খবর পৌঁছে যায় প্রেমিক জিহাদের (২১) কানে। মুহূর্তের মধ্যে সে হাজির হয় প্রেমিকার বাড়িতে। আর বিয়ের দাবিতে চিৎকার শুরু করে। তখন বর পক্ষ বিয়ের আসর থেকে চলে যায়। 

আজ শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর প্রেমিক জিহাদের বাড়ি শিলমাড়িয়া ইউনিয়নের শুকপাড়া গ্রামে।

প্রতিবেশী হারুন আলী বলেন, মেয়েটি পুঠিয়া বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তার বাবা গাড়িচালক। মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র পাওয়ায় শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সে মোতাবেক বিয়ের সব আয়োজন করা হয়। কিন্তু মেয়েটির আরেক জায়গায় সম্পর্ক থাকায় বরপক্ষ বিয়ে ভেঙে চলে যায়। তবে রাত ৮টা পর্যন্ত ওই ছেলেটি বিয়ের দাবি নিয়ে ওই মেয়ের বাড়িতে অবস্থান করতে দেখা গেছে।

ছাত্রীর চাচা জালাল উদ্দীন বলেন, প্রেমিক দাবি করা ছেলেটাকে বাড়িতে রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। ছেলের অভিভাবকেরা রাতের মধ্যে আসতে চেয়েছেন। তারা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মেয়ের বাড়িতে ছেলে অবস্থান করছে এমন কোনো খবর আমরা পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’

তবে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। মেয়েটি তার প্রেমিককে বিয়ে করবে বলে জানালে বরপক্ষ চলে যায়।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার