হোম > সারা দেশ > রাজশাহী

অভাব দমিয়ে সাফল্যের সিঁড়িতে তানোরের রায়হান 

মিজানুর রহমান, তানোর, রাজশাহী 

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তবুও দমে যাননি রাজশাহীর তানোরের সন্তান এস এম রায়হান। দারিদ্র্যকে হার মানিয়ে সফলতার মুখ দেখেছেন তিনি। সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার অর্জন করেছেন তিনি।

রায়হান তানোর পৌরশহরের ভাতরণ্ড এলাকার হাসিনা বিবি ও আইনাল হকের ছেলে। মা গৃহিণী এবং বাবা একজন ভূমিহীন বর্গাচাষি কৃষক। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টানাটানির সংসারে তিনবেলা খাবারই জোটে না। পরিবার নিয়ে থাকার জায়গাটুকুও নেই। বাবা অসুস্থ হওয়ার পর সংসার দেখাশোনার দায়িত্ব রায়হানের কাঁধেই ওঠে। সঙ্গে রয়েছে নিজের পড়ালেখার খরচ। তবে এত কিছুর পরও দমে যাননি রায়হান। রাবির ‘এ’ ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনের পাশাপাশি রাবি ‘সি’ ইউনিটে সবাইকে তাক লাগিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। 
 
ছেলের এমন সাফল্যে বাবা আইনাল হক বলেন, ‘আমি গরিব মানুষ, তবে আমার ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী। তাকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি। আমার ১ ছেলে ও ১ মেয়ে। তার মধ্যে রায়হান ছোট।’

রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন ভূমিহীন বর্গাচাষি। তাই আমাদের সংসারে দারিদ্র্য একটা নিত্য সঙ্গী ছিল। আমার বাবা একজন অসুস্থ মানুষ তাই সংসার দেখাশোনার দায়িত্ব আমার কাঁধেই ছিল। এর মধ্য দিয়েই আমি আমার পড়াশোনা মোটামুটি চালাতে থাকি। হঠাৎ করে চলে আসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমার মা-বাবা আমাকে রাজশাহীতে পাঠায়। সেখানেও কয়েক মাসের চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অবশেষে আমি আল্লাহর অশেষ রহমতে সফল হতে পেরেছি।’ 

রায়হান আরও বলেন, ‘পড়ার ইচ্ছা থাকলেও অভাব কোনো বাধা নয়। শিক্ষকদের কাছ থেকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি। এ জন্য আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পড়ালেখা শেষ করে শিক্ষা ক্যাডারে আত্মনিয়োগ করতে চাই।’ 

এস এম রায়হান ২০১৯ সালে স্থানীয় আকচা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে সরকারি আব্দুল করিম সরকার কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক