হোম > সারা দেশ > রাজশাহী

তীব্র খরায় পুড়ছে বরেন্দ্র অঞ্চল

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তীব্র খরায় পুড়ছে রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল। একই সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে রমজান মাসে মানুষের মধ্যে বিরাজ করছে অস্থিরতা।

রাজশাহী আবহাওয়া কার্যালয় জানায়, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টি না হলে তা অব্যাহত থাকবে।

আজ বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দমমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রেজোয়ানুল হক।

বোরো চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরার কারণে অঞ্চল ভেদে ২০-৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। এতে করে বোরোর উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু খরার প্রভাবে বাড়তি সেচ দিয়েও কৃষকেরা বোরো ধানের স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান। 

স্থানীয় কৃষকদের মতে, এবার খরায় বোরো ধানের উৎপাদন ১৫-২৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

তানোর উপজেলার জিওল গ্রামের কৃষক শাকিল ২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি বলেন, এমন খরা তারা আগে দেখেননি। বৃষ্টি না থাকায় ঘন ঘন সেচ দিতে হচ্ছে। গত বছর বিঘাপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৩০০ টাকা সেচ খরচ হলেও এবারে খরচ হবে ২ হাজার ৫০০ বা তারও বেশি টাকা। সম্প্রতি কেজি প্রতি ৫ টাকা করে সারের দাম বাড়িয়েছে সরকার। সব মিলিয়ে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে কিন্তু ফলন দ্বিগুণ পাওয়ার নিশ্চয়তা নেই।

একই অবস্থা চাপড়া গ্রামের বর্গাচাষি সোহেল আহম্মেদ। গত বছরের তুলনায় এ মৌসুমে সেচের পেছনে ৫০ শতাংশ বাড়তি খরচ করতে হবে বলে তিনি জানান। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোরে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। খরায় ১৫-২৫ শতাংশ পর্যন্ত উৎপাদন কম হওয়ার পাশাপাশি এবার আম, কাঁঠাল ও লিচুর মতো মৌসুমি ফলগুলোরও ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ জানান, শিগগিরই বৃষ্টি না হলে এবার বরেন্দ্র এলাকায় বোরো আবাদ সহ অন্যান্য ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা