হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে কৃষকের ২০০ বরই গাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় ২০০টি বরই গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে সকালে ভুক্তভোগী আনিসুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে জানা গেছে-পূর্ব শত্রুতার জেরে দৌলতবাড়ি এলাকার আজিম আলী, গাজীরুল ইসলাম ও আইয়ুব আলীসহ ১০-১৫ জন ব্যক্তি আনিসুর রহমানের ভোগ দখলিয় বরই বাগানে ঢুকে ২০০ এর বেশি বরই গাছ কাটতে থাকে। এ সময় পার্শ্ববর্তী জমির লোকজন আনিসুর রহমানকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। 

আনিসুর রহমান জানান, দুই শতাধিক বরই গাছ কর্তনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। 

বাগানের অপর মালিক ইয়াহিয়া জানান, সাড়ে তিন বিঘা জমি লিজ নিয়ে ২ লাখ টাকা খরচ করে বরই চাষ করেন। বরই গুলো আর কয়েক পরেই ভাঙা হতো। 

কিন্তু দুর্বৃত্তরা তাঁদের পথে বসিয়ে দিল। তিনি আরও বলেন প্রতিপক্ষরা অত্যন্ত শক্তিশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার