নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ১ হাজার ২০টি ইয়াবা বড়িসহ মাসুদ পারভেজ ওরফে রানা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে তাঁর বাড়ি।
র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাব। এ নিয়ে মাসুদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।