হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী নয়, আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে চালুর দাবিতে ট্রেন অবরোধের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নয়, সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে চালুসহ আট দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দাবি আদায়ের তাঁরা আগামীকাল বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জুয়েল।

এতে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজনের পৌর কমিটির সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা সহসভাপতি মো. মাসিদুর রহমান, জেলা প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, জেলা সহপ্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, পৌরসভার সভাপতি মো. জমশেদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের আট দফা দাবি বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে বুধবারের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন