হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নয়ন হত্যায় ১৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন খুনের ঘটনায় তাইজুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে গাবতলী মডেল থানায় মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতে গাবতলী মডেল থানায় মামলাটি করেন নিহত নয়নের মা নারগিস বেগম। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১৫ জনের নামে মামলা করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলার মহিষাবান ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নয়নকে কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর দেবত্তরপাড়া গ্রামের ত্রিমোহনী এলাকায় একটি বাঁশঝাড়ে আব্দুর রাজ্জাক ও তাঁর সহযোগীরা নয়নকে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, আসামি তাইজুল ইসলামকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

গত শনিবার রাত আটটার দিকে শীর্ষ সন্ত্রাসী নয়নকে মহিষাবান ইউনিয়নের ত্রিমোহনী এলাকার একটি বাঁশবাগানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নয়নের নামে গাবতলী মডেল থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, গরু চুরি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত