হোম > সারা দেশ > রাজশাহী

বাবাকে হত্যার মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাবাকে হত্যার মামলায় ২০ মাস ধরে কারাগারে ছিলেন মুরাদ হোসেন (৩৩)। মাসখানেক আগে জেল থেকে বেরিয়েছেন জামিন পেয়ে। এবার তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মুরাদ হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা।

নেশার টাকা না পেয়ে আজ বুধবার ভোরে মুরাদ তার স্ত্রী শিলা খাতুনকে (২৮) গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বাড়িতে শিলার নয়বছর ও তিনবছর বয়সী দুটি ছেলে আছে। খবর পেয়ে পুলিশ শিলার মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে মুরাদ পলাতক।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ৩১ জানুয়ারি তুচ্ছ ঘটনায় বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন মুরাদ। সেই মামলায় এতদিন জেলেই ছিলেন। মাসখানেক আগে জামিনে বেরিয়েই স্ত্রীর সঙ্গে বিবাদ শুরু করেন। ভোরে নেশার টাকা না পেয়ে মুরাদ তার স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ। 
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিলার ভাই দুলাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকেই মুরাদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী