রাজবাড়ীতে বাসচাপায় নগেন্দ্রনাথ প্রামাণিক (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগেন্দ্রনাথ একই এলাকার মৃত উপেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে।
নিহতের ছোট ভাই হরেন্দ্রনাথ প্রামাণিক জানান, সকাল থেকে মাঠে মটর ডালের গাছ ওঠানোর কাজ করছিলেন তাঁরা। কাজ শেষে এক বোঝা মটর ডালের গাছ মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় রাজবাড়ীগামী একটি বাস নগেন্দ্রনাথকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন মোল্লা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহনের বাসটি ওই ব্যক্তিকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।