হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি, সাংবাদিককে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে বালু মহালের টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। আজ সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা ছিল। সেখানে টেন্ডার জমা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তিনি ভিডিও করতে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল। তাদের সামনে আমাকে মারধর করে জখম করল, কিন্তু পুলিশ এগিয়ে না এসে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অন্য সংবাদকর্মীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’

এ বিষয়ে কথা বলতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।

পরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা উপলক্ষে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লিখিত পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন