হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি, সাংবাদিককে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে বালু মহালের টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। আজ সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা ছিল। সেখানে টেন্ডার জমা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তিনি ভিডিও করতে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল। তাদের সামনে আমাকে মারধর করে জখম করল, কিন্তু পুলিশ এগিয়ে না এসে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অন্য সংবাদকর্মীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’

এ বিষয়ে কথা বলতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।

পরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা উপলক্ষে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লিখিত পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ