হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

রাজবাড়ী প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি। 

আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি আজাদী ময়দান পেরিয়ে রাস্তায় আসতেই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে তারা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক  লিয়াকত আলী বলেন, ‘নির্বাচনের আগে সারা দেশে ২৫ হাজার বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মহাসচিব জেল খানায়। এভাবে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না। বিএনপিকে বেধে রেখে, জেলে রেখে নির্বাচন করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমরা রাজপথের সৈনিক। আমরা জেল জুলুম ভয় পাই না। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করি নাই।’ 

লিয়াকত আলী আরও বলেন, ‘২০২৩ সালের ২৮ অক্টোবর আমি পল্টনে ছিলাম। আমাকে বিনা কারণে তুলে নিয়ে যায় পুলিশ। এক রাতের মধ্যে সারা দেশের ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলার মাটিতে প্রহসনের নির্বাচনের বিচার হবে। বর্তমান সংসদে ৬৬৪ জন সংসদ সদস্য। এটা সংবিধান পরিপন্থী। আমরা এই অবৈধ সংসদ মানি না।’ 

এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  রেজাউল করিম পিন্টু।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের