রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিসংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম নজরুল ব্যাপারী (৩২)। তিনি উপজেলার ঈমানখানপাড়ার মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকানি ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘নিহত নজরুলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়েছে।’
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত নজরুলের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক ও জুয়ার দুটি মামলা রয়েছে।