হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনমজুর মানুষজন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবহাওয়া বিরূপ আচরণ ধারণ করেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল শনিবার থেকে অল্প পরিমাণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন স্থবির হয়ে উঠেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। সময়ের সঙ্গে 

জানা যায়, গতকাল থেকে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার অসহায় দিনমজুর মানুষজন বিপাকে পড়েছেন। একই সঙ্গে হাটবাজারস্থ ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেটি সারতেও যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিণত হয়েছে। এ ছাড়া অবিরাম বর্ষণের কারণে কৃষকেরা শীতকালীন সবজি খেতের ক্ষতির আশঙ্কায় রয়েছেন। 
 
ভ্যান চালক মমিন বলেন, গতকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছিলাম না। সকাল গড়িয়ে বিকেল এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যাত্রী পাইনি। 

পত্রিকা বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ঝড় হোক, বৃষ্টি হোক আমাদের পত্রিকা সকল গ্রাহককেই সকাল সকাল পৌঁছে দিতে হয়। তবে অসময়ে বৃষ্টি আমাদের জীবনে এক অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। গ্রাহকদের পত্রিকা পৌঁছে দিতে এই বৃষ্টি আমাদের খুবই সমস্যা সৃষ্টি করছে। 

ইজিবাইক চালক নাজমুল হোসেন বলেন, সারা দিনে দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে। 

ফ্লেক্সিলোড ব্যবসায়ী তন্ময় বলেন, বাজারে যত মানুষ থাকবে তত আমাদের ফ্লেক্সিলোডের ব্যবসা হবে। গতকাল শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আজ আবার পরিমাণ আরও বেড়েছে। তাই ফ্লেক্সিলোডের জন্য গ্রাহক নেই বললেই চলে। 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন