হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীর চাপ নেই

প্রতিনিধি, রাজবাড়ী

দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। শিল্পকারখানা খুলে দেওয়ার কারণে গত কয়েক দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আজ সোমবার সকাল ৭টায় সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় নেই যানবাহনের সাড়ি, যাত্রীদের নেই কোনো ভিড়। পদ্মা পার হতে আসা যানবাহন গুলো কোন প্রকার ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছে। পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রী ও যানবাহনের অপেক্ষায় থাকছে ফেরিগুলো। 

ফরিদপুর থেকে ঢাকামুখী আল আমিন জানান, ছুটি শেষ তাই ঢাকায় যাচ্ছি। বাড়ি থেকে মাহেন্দ্রে ঘাটে এসেছি। যাত্রীর কোন চাপ নেই। ঘাট এলাকা একেবারেই ফাঁকা। অনেক স্বস্তিতে ফেরি পার হতে পারব। 

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, গত দুই দিন ঘাট এলাকায় পা রাখার জায়গা ছিল না। হাজার হাজার মানুষ ঢাকায় গেছে। আজ সকাল থেকে কোন চাপ নেই। প্রতিটি ফেরিকে অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহনের জন‍্য। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক শিহাব উদ্দিন জানায়, অ‍্যাম্বুলেন্স ও পণ‍্যবাহী ট্রাক পারাপারের জন‍্য এই রুটে সীমিত ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনে কোন চাপ নেই। ঘাট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই রুটে ছোট বড় মিলে চারটি ফেরি চলাচল করছে। 

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের