হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি

হত্যা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা তানভীর মিয়া (২২) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তরা হলেন—রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

নিহত তানভীর মিয়া পৌর শহরের বিনোদপুর এলাকার বাবু শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বিনোদপুর এলাকায় পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, আজ বুধবার সকালে নিহতের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কাজল ও ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করে।

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল