হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী‌তে পদ্মার চ‌রে ১৯ বাড়িতে হামলা-লুট-অগ্নিসং‌যোগ

রাজবাড়ী প্রতিনিধি

চরের একটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় ১৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শ‌নিবার বিকেলে উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চ‌রে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপু‌রে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন পাংশা ম‌ডেল থানার ওসি (তদন্ত) রা‌শেদুল ইসলাম।

ক্ষ‌তিগ্রস্ত হা‌সেম শেখ জানান, তাঁরা দীর্ঘ ৪০ বছর ধ‌রে পদ্মার চ‌রে বসবাস ক‌রছেন। হঠাৎ পাবনা জেলার লোকজন দা‌বি কর‌ছে এই চর তা‌দের। গতকাল ১০০ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন এই চরের বাসিন্দারা ভ‌য়ে পা‌শের ব‌নে লুকিয়েছিলেন।

হা‌সেম শেখ ব‌লেন, ‘আমার একটা পাওয়ারটিলার ও একটা সেলোমেশিন, ৪০ মণ ধান ও নগদ এক লাখ টাকা লুট ক‌রে নি‌য়ে গে‌ছে।’

আমজাদ খান নামে এক ভুক্তভোগী ব‌লেন, ‘আমার বা‌পেরা এখা‌নে বসবাস ক‌রেছেন। আমার জন্মও এখা‌নে। আমরাও বুড়ো হ‌য়ে যা‌চ্ছি। আমা‌দের জ‌মির কাগজপত্র সব‌ই আছে। কিন্তু পাবনাওয়ালারা বল‌তে‌ছে, জ‌মি তা‌দের। কাল এক শজন এসে আমাদের বা‌ড়িঘর ভাঙ্চুর ক‌রে আগুন লা‌গি‌য়ে দি‌ছে।’

মো. কাশেম শেখ নামের এক ভুক্তভোগী ব‌লেন, ‘আমার বা‌ড়িঘর ভেঙে দি‌য়ে‌ছে। ঘ‌রে থাকা নগদ ২২ হাজার ৬০০ টাকা নিয়ে গেছে। শুধু আমার না; অনেকরই টাকাপয়সা নিয়ে গেছে। বোবা (বাক্‌প্রতিবন্ধী) মো. তসলিমের একটা গরু বিক্রি করা টাকাও নি‌য়ে গে‌ছে।’

ক্ষতিগ্রস্ত চরের বাসিন্দারা আতঙ্কিত। ছবি: আজকের পত্রিকা

কা‌শেম শেখ আরও ব‌লেন, ‘এখা‌নে ১৯‌টি বা‌ড়ি ভাঙচুর ও লুটপাট শে‌ষে এক‌টি বসতঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে চ‌লে যায়। এখন আমরা আতঙ্কে আছি। আমরা আশা ক‌রি ডি‌সি স‌্যার, এস‌পি স‌্যার আমা‌দের পা‌শে দাঁড়া‌বেন।’

ফু‌লি বেগম নামে এক নারী ব‌লেন, ‘আমা‌দের কা‌ছে এসে ব‌লে এ জ‌মি তা‌দের। আমরা দখল ক‌রে আছি। আমি তখন বললাম আমা‌দের কাগজপত্র আছে। আপনা‌দের কাগজপত্র থাক‌লে আপনারা নি‌য়ে আসেন। উনারা কোনো কথা শুনল না বা‌ড়ি ভেঙে দি‌ল। আমার ঘ‌রে গরু বি‌ক্রির টাকা ছিল, ৫০ মণ ধান ছিল সব নি‌য়ে গে‌ছে।’

পাংশা ম‌ডেল থানার (ওসি তদন্ত) রা‌শেদুল ইসলাম ব‌লেন, ‘হামলার মূল কারণ হ‌লো জ‌মির সীমানা নির্ধারণ নি‌য়ে। এপারের মানু‌ষের দা‌বি জ‌মি তা‌দের, আর ওপা‌রের মানু‌ষের দা‌বি জ‌মি তা‌দের। খবর পে‌য়ে পু‌লিশ গতকালই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে।’

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী