হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় পদ্মায় নৌকা ডুবে কৃষক নিখোঁজ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবে মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুল কুদ্দুস ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস পদ্মার চরে তাঁর জমিতে কৃষিকাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে। আব্দুল কুদ্দুস নদীতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে যায়নি। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

ডুবে যাওয়া নৌকায় থাকা মো. নান্নু মল্লিক বলেন, ‘আমরা চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দূরে এলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘাট থেকে দুটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।’ 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘সকাল ১০টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুজন ডুবুরি এসে দুপুর ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন