হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিলের মোড় নামক এলাকার মাসুদ মিয়ার মুদি দোকান ঘরের ফ্লোরের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোরের নাম মো. কাজল মিয়া (১৭)। সে একই এলাকার  কৃষক মো. মনিরুল মিয়ার ছেলে।

কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত সোমবার সন্ধ্যায় একই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে নাহিদ বলেন গত রাত ১১টার দিকে কাজল বাড়িতে ফিরে গেছে।

অনেক খোঁজ করেও কাজলের সন্ধান না পেয়ে বুধবার সকালে পাংশা থানায় সাধারণ ডায়েরি করতে যাই। থানায় পৌঁছানোর পর বাড়ি থেকে তার পরিবারের সদস‍্যরা ফোন করে জানায় মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ বালুর নিচে চাপা পড়ে আছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘরের নিচে বালুর মধ্যে থেকে লাশটি উদ্ধার করেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর দোকান ঘরের নিচ দিয়ে বালু সরিয়ে ওপরে উঠতে গিয়েছিলো। কিন্তু মাঝ পথে গিয়ে বালু চাপা পড়ে।  লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা