হোম > সারা দেশ > রাজবাড়ী

নৌকা পেল ২৭৫ ভোট

রাজবাড়ী ও কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মাত্র ২৭৫ ভোট পেয়েছেন। তিনি মদাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মজনু। তিনি ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। 

জানা গেছে, ভোটের আগে প্রচার প্রচারণার কোনো কমতি ছিল না। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করেছিলেন নৌকার প্রার্থী। তাঁর নির্বাচনী পোস্টার, ব্যানারও দেখা গেছে ইউনিয়নের সব জায়গায়। এরপরও এমন ফলাফলে হতাশ নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান। 

এ বিষয়ে জানতে চাইলে এবিএম রোকনুজ্জামান বলেন, ‘আমি জানি না কেন এত কম ভোট পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপরে ওপরে আমার হয়ে কাজ করলেও ভেতরে-ভেতরে অন্যের সমর্থন করেছে। এটি একটি নাটক ছিল।’ 

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় তাঁর জন‍্য কাজ করেছেন। কেন এত কম ভোট পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ‘মদাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২৭৫ ভোট পেয়েছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন