হোম > সারা দেশ > রাজবাড়ী

ছেলের খোঁজ করে ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় মায়ের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাভার্ডভ্যানের চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের আঘাতে তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। এ ঘটনায় চালককে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তাঁদার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকায়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান আলী ওই নারীর স্বামী ইমারত উদ্দিন মোল্লার বরাত দিয়ে জানান, মাসখানেক আগে তাঁদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা সংবাদ পান ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাঁরা ছেলেকে খোঁজ করতে যান। সেখানে ছেলের সন্ধান না পেয়ে মর্জিনা বেগম ও তাঁর স্বামী ইমারত উদ্দিন মোল্লা ফরিদপুরে গ্রামের বাড়ির দিকে রওনা দেন। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে করে তাঁরা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসেন। একপর্যায়ে ফেরি থেকে নামার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন চালক সাইফুল ইসলামসহ (৩৫) কাভার্ড ভ্যানটি জব্দ করে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরি থেকে মর্জিনা বেগম ও তাঁর স্বামী দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে নামেন। এ সময় ফেরির একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের