হোম > সারা দেশ > রাজবাড়ী

নিখোঁজের ৫ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

নিখোঁজের পাঁচ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার একটি পাটখেত থেকে কিশোর আকাশ খানের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কিশোর আকাশ খান বালিয়াকান্দির পাইককান্দি গ্রামের মো. রাশেদুল খানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রাস্তায় বের হয় আকাশ। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন রোববার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন আকাশের বাবা রাশেদুল খান। সেই জিডির তদন্ত করতে গিয়ে জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার একটি পাটখেত থেকে আকাশের মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশের একটি সূত্র জানান, সামান্য কিছু পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আকাশকে হত্যা করা হতে পারে। তার ঘনিষ্ঠ তিন-চারজন বন্ধু মিলে তাকে হত্যা করেছে। আসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আকাশের সন্ধানে কাজ শুরু করি। পরে গতকাল রাত ৯টার দিকে তদন্ত করতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন