হোম > সারা দেশ > রাজবাড়ী

নিখোঁজের ৫ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

নিখোঁজের পাঁচ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার একটি পাটখেত থেকে কিশোর আকাশ খানের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কিশোর আকাশ খান বালিয়াকান্দির পাইককান্দি গ্রামের মো. রাশেদুল খানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রাস্তায় বের হয় আকাশ। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন রোববার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন আকাশের বাবা রাশেদুল খান। সেই জিডির তদন্ত করতে গিয়ে জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার একটি পাটখেত থেকে আকাশের মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশের একটি সূত্র জানান, সামান্য কিছু পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আকাশকে হত্যা করা হতে পারে। তার ঘনিষ্ঠ তিন-চারজন বন্ধু মিলে তাকে হত্যা করেছে। আসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আকাশের সন্ধানে কাজ শুরু করি। পরে গতকাল রাত ৯টার দিকে তদন্ত করতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ