হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়ায় ব্যবসায়ী খুন জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে

রাজবাড়ী প্রতিনিধি

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ব্যবসায়ী নজরুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু ও রনি মিয়া। তাঁদের দুজনের নামে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

নিহত নজরুল ব্যাপারী উপজেলার ঈমান খান পাড়ার মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে। দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত রোববার রাতে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দৌলতদিয়া যৌনপল্লি-সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় নজরুলের সঙ্গে হাতাহাতি হয় ঝড়ু ও রনি মিয়ার। একপর্যায়ে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পরদিন নিহত ব্যক্তির ভাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর ও ঢাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের