হোম > সারা দেশ > রাজবাড়ী

খাঁচায় বন্দী জীবন! 

রাজবাড়ী প্রতিনিধি

মাত্র দুই বছর বয়স থেকে খাঁচায় বন্দিজীবন কাটাচ্ছে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের পূর্ব ফুল কাউন গ্রামের শিশু শিখা রানী দাস। শিশুটি বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী। বয়স ১১। 

শিশুটির পরিবার জানিয়েছে, দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েও কোনো লাভ হয়নি। 

শিখার বাবা মদন দাস জানান, তিনি সেলুনে কাজ করে সংসার চালান। দুই ছেলে, এক মেয়ে নিয়ে তাঁদের সংসার। শিখা জন্মের পর থেকে আশপাশে কেউ থাকলে তাকে কামড়ে দিত। এমনকি মারধরও করত। হাঁটতে না পারায় হামাগুড়ি দিয়ে বাইরে চলে যেত। এমন আচরণ দেখে দেশ-বিদেশে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। হারিয়ে যাওয়ার ভয়ে প্রথমে শিকল দিয়ে বেঁধে এবং পরে খাঁচায় আটকে রাখা হয়। 

সরেজমিনে দেখা যায়, সবাই ব্যস্ত। কেউ রান্নার কাজে, কেউ বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার কাজে। চারচালা একটি ঘরের বারান্দায় দুই পাশ প্লাস্টিকের নেট দিয়ে আটকে রাখা হয়েছে। তার মধ্যে বসে আছে শিখা রানী দাস। 

মা চন্দনা রানী বলেন, ‘শিখার চিকিৎসার জন্য সম্পত্তি যা ছিল তা শেষ করে ফেলেছি। এখন চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য নেই। কয়েক বছর আগে একটি প্রতিবন্ধী কার্ড পেয়েছিলাম। তিন মাস পর পর ২ হাজার ১০০ টাকা করে পেতাম। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বর থেকে সেটাও বন্ধ রয়েছে। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না।’

কালুখালী উপজেলার নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর থেকে শিশুটিকে একটি কার্ড করে দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহায়তা করা হবে।’  

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ