হোম > সারা দেশ > রাজবাড়ী

স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা’ গানের সঙ্গে নৃত্য, প্রধান শিক্ষককে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি

দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া উচ্চবিদ্যালয়ের ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বাজছে দে তালি, বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। দে তালি, বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। খুশিতে নাচে হৃদয়, হেই জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়। আর এর সঙ্গে নৃত্য করছে বিদ্যালয়ের এক ছাত্রী।

গত মঙ্গলবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। গতকাল বুধবার ভাইরালের পর বিষয়টি নিয়ে চলেছে ব্যাপক সমালোচনা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘নবম শ্রেণির এক শিক্ষার্থী জয় বাংলা গানের সঙ্গে নিত্য করছিল। জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে আমরা গান বন্ধ করে দিই। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা এডিট করা।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আগামী তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। জবাব যথাযথ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল। পরে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী