হোম > সারা দেশ > রাজবাড়ী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতির অব্যাহতি!

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

জামালপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ফেসবুক পোস্ট

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হাসান দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়। ভবিষ্যতে আর কোনো দিন কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না হওয়ারও অঙ্গীকার করেন ওই স্ট্যাটাসে।

মন্তব্যের ঘরে কেউ কেউ তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান, আবার কেউ কেউ সমালোচনা করে তাঁকে সুবিধাবাদী বলেও আখ্যায়িত করেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের ফেসবুক স্ট্যাটাসটি আজকের পত্রিকার পাঠকের জন্য তুলে ধরা হলো:

‘আমি মো. নাজমুল হাসান (ডাবলু) সভাপতি জামালপুর ইউনিয়ন ছাত্রলীগ। সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ব্যক্তিগত কারণে অব্যাহতি দিচ্ছি। আমি আমার ভবিষ্যৎ জীবনে আর কোনো দিন কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হব না।’

তবে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মেসেঞ্জারে একাধিকবার বার্তা পাঠালেও কোনো জবাব দেননি। তিনি পলাতক থাকায় তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়