রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচায় দুটি ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে। ২৪ মে (শনিবার) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান চালায়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফরিদা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, নিউ বনানী মেডিকেল হলকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিউ নান্না বিরিয়ানিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনির ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।