হোম > সারা দেশ > রাজবাড়ী

লোকালয়ে বাস হনুমানের

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

একটি হনুমান প্রায় তিন মাস ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের ধারণা, হনুমানটি কোনো এলাকা থেকে ট্রাকে চড়ে এ এলাকায় এসেছে।

প্রথমদিকে এটি গাছের ডালে, ঘরের চালে, ভবনের ছাদে উঠে মানুষ থেকে দূরে দূরে থাকত। অনেকেই ভয়ে এটিকে তাড়িয়ে দিত।

কিন্তু এখন আর মানুষকে ভয় পায় না। মানুষের আশপাশেই ঘুরে বেড়ায় এটি। কেউ তাড়িয়েও দেয় না।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে হনুমানটি দৌলতদিয়া ঘাট এলাকায় প্রথম দেখা যায়। সেখানে কয়েক দিন থাকার পর এটি শহর এলাকায় চলে আসে।

দক্ষিণাঞ্চল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা কোনো পণ্যবাহী ট্রাকে ওঠে হনুমানটি এই এলাকায় চলে আসে।

এর আগেও মাঝে মধ্যেই এই এলাকায় হনুমান চলে আসার ঘটনা ঘটেছে। কিন্তু কিছুদিন পরে সেগুলো অন্য জায়গায় চলে গেছে।

কিন্তু এটি এক মাস ধরে স্বাভাবিকভাবে মিশে গেছে মানুষের সঙ্গে। টিকে থাকার তাগিদে সঙ্গীবিহীন হনুমানটি মানুষের সঙ্গে এভাবে মিশে থাকার চেষ্টা করছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

সোমবার দুপুরে বিশাল দেহের হনুমানটি গোয়ালন্দ রেলগেট এলাকায় চলে আসে। ক্ষুধার্ত হনুমানটি রেলগেট মতিয়ারের দোকানের সামনে থাকা রেলের রেলিংয়ের ওপর বসে থাকে। দোকানদার পাউরুটি ও বিস্কুট দিলে খাবারগুলো খায়। এ সময় অনেকেই এটির পাশ দিয়ে গেলেও কাউকে কিছুই বলেনি। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি খাবার দেন।

গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘হনুমানটি হয়তো কোনো কলার ট্রাকে করে সুন্দরবন এলাকা থেকে এদিকে চলে এসেছে। এখানে আসার পর সে সঙ্গীবিহীন হয়ে গেছে। তাই এটি বেঁচে থাকার তাগিদে মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে। কারও কোনো ক্ষতি করছে না। মানুষও ক্ষতি করে না এমন কোনো প্রাণী পেলে স্বভাবতই ভালোবাসে। খাবার দেয়, সহযোগিতা করে।’ 

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা