হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ‍্যায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু একই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে  হুজাইফা (৯) ও ইকরাম শেখের ছেলে হাসান শেখ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতদের স্বজনেরা জানান, বাবু বিশ্বাসের বাড়িতে বিকেল থেকে  হুযাইফা, হাসানসহ চার শিশু খেলা করছিল। একসময় খেলতে খেলতে রান্নাঘরে ঢোকে তারা। শিশুদের কাছে ছিল ম‍্যাচলাইট। তারা ম‍্যাচ দিয়ে রান্নাঘরে থাকা লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। ভয়ে হুযাইফা আর হাসান দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। অন্য দুই শিশু বাইরে চলে যায়। আগুনের ধোঁয়া ও পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা তাঁদের উ‌দ্ধার করে।

মাজবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য মাসুমুর রহমান বলেন, ঘরের বেড়া ও দরজা ভেঙে হুযাইফা ও হাসানকে উদ্ধার করে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করে। অপর শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়