হোম > সারা দেশ > রাজবাড়ী

দ্রুতগতির বাসচাপায় সেনাসদস্য নিহত 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসের একজন সেনাসদস্য। 

জানা যায়, সেনাসদস্য সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাঁকে চাপা দেয়। নিহতের কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট মোবাইল, একটি বাটন মোবাইল, বিভিন্ন জনের ৫টি পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া যায়। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কের মাঝে পড়ে আছেন। তাঁর বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে আরোহীর মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন। 

আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন