হোম > সারা দেশ > রাজবাড়ী

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী। 

দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তাঁর নাতনিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ খেতে কাজ করতে যান। বাড়ি ফিরে এসে দেখেন তাঁর মায়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। 

এ ঘটনায় ২৪ নভেম্বর আব্দুল বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনা বেগম তাঁর শাশুড়ি নুরজাহানকে কুপিয়ে হত্যা করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। 

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালতের বিচারক রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। 

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রোজিনা বেগম ব্লেড দিয়ে তাঁর শাশুড়িকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। এ মামলায় বিচারক যে সাজা দিয়েছেন তা ন্যায়সংগত হয়েছে বলে মনে করি।’

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের